ক্যাথলিক জগৎ পোপ ফ্রান্সিস পরলোকগত কার্ডিনাল এবং বিশপদের জন্য খ্রিষ্টযাগ অর্পণ করেন আসুন আমরা তাদের আত্নার কল্যানে প্রার্থনা করি যেন তারা স্বর্গে সকল সাধু - সাধ্বীদের সাথে মিলিত হয়ে এবং জয়গানে মুখরিত হয়ে, আমাদের জন্য আনন্দচিত্তে প্রার্থনা করতে পারে যেন আমরাও মৃত্যুর পরে তাদের সানিধ্যে বসবাস করতে পারি।
কৃষ্ণনগর ধর্মপ্রদেশের চাপড়া ধর্মপল্লীর আড়ংসরিষা গ্রামে দুই দিন ব্যাপী প্রভু যীশুর গুণকীর্তন অনুষ্ঠান