বারুইপুরে প্রাদেশিক বি ই সি প্রশিক্ষণ শিবির

গত ১৩-১৪ মে বারুইপুর দিশারীতে বেসিক এক্লেসিয়া কমিউনিটির ডায়সেসান টিম মেম্বার দের জন্য দু'দিনের প্রাদেশিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।
অনুষ্ঠানে প্রায় ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন।বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে সদস্য গণ শিবিরে যোগ দেন।
বাইবেল শোভাযাত্রা ও প্রতিস্থাপনও মহা খ্রীষ্টযাগের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে পৌরহিত্য করেন বারুইপুরের মাননীয় বিশপ শ্যামল বোস। প্রাক্তন বিশপ শ্রদ্ধেয় সালভাদোর লোবোর উপস্থিতি শিবিরে বাড়তি মাত্রা যোগ করেছিল।

ফাদার আই পি সার্থের সুদক্ষ পরিচালনায় দুই দিনের সমস্ত অধিবেশন সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।বি ই সি রিজিওনাল পরিচালকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বর্তমান বেসিক এক্লেসিয়া কমিউনিটির দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরেন যা খুবই প্রাসঙ্গিক। ক্ষুদ্র খ্রীষ্টমণ্ডলী শুধুমাত্র সাংগঠনিক দিক কে মজবুত করা নয় বরং সুসমাচারের বাণীকে ভিত্তি করে বহুমুখী মিশনের কাজে যেন যুক্ত হয়ে সমৃদ্ধ খ্রীষ্টমণ্ডলী হয়ে উঠতে পারে,তার উপর জোর দেন।
দ্বিতীয় দিন খ্রীষ্টযাগ উৎসর্গ করেন মাননীয় প্রাক্তন বিশপ সালভাদোর লোবো। প্রতিবেদন – চন্দনা রোজারিও।