কাক্‌কো লিঃ এর নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ ও বিদায়ী বোর্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান

কাক্‌কো লিঃ এর নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ ও বিদায়ী বোর্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান

গত ১৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, এক আনন্দঘন পরিবেশে কেএসবি বাণিজ্যিক ভবন ট্রেনিং সেন্টারে উদযাপিত হলো কাক্কো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ বিদায়ী বোর্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

শপথ গ্রহণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে কাক্কো বর্তমান বিগত বোর্ডের নেতৃবৃন্দের পাশাপাশি ফাদারদ্বয়, সমগ্র বাংলাদেশ হতে আগত সদস্য সমিতির নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মীবৃন্দসহ সর্বমোট ১১৫ জন উপস্থিত ছিলেন।

কাক্কো চ্যাপলেইন ফাদার . লিটন হিউবার্ট গমেজ সিএসসি মঠবাড়ী মিশনের পালপুরোহিত  ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু -এর বিশেষ খ্রীষ্টযাগ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান

এবারের শপথ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলতোমাদের মধ্যে এমনটি যেন না হয়! বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায়, তাকে হতে হবে তোমাদের সেবক 

খ্রীষ্ট যীশুর আদর্শ সেবার এই নেতৃত্ব প্রদানের মূলমন্ত্রে শপথ গ্রহণ করেন নবর্বিাচিত ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ চেয়ারম্যান মিঃ টুটুল পিটার রড্রিকস্, ভাইস চেয়ারম্যান মিঃ নিকোলাস আর কোড়াইয়া, সেক্রেটারী মিঃ কলিন্স টলেন্টিনু, ট্রেজারার  মিঃ রিচার্ড রিপন সরদার।

এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য  মিঃ ডেভিড রোজারিও, মিঃ আগষ্টিন কস্তা, মিসেস সিলভিয়া রোজারিও, মিঃ রোমিও ডিকস্তা, মিঃ উইলসন রিবেরু, মিঃ রোনাল্ড সনি গমেজ, মিঃ আগষ্টিন বাড়ৈ টিটু, মিঃ সোহেল থিউটনিয়াস রোজারিও এবং নব-নির্বাচিত অভ্যন্তরীণ নিরীক্ষা কোষ-এর সদস্যবৃন্দ। আহ্বায়ক  মিঃ পংকজ গিলবার্ট কস্তা, সদস্য সচিব মিঃ অনিল লিও কস্তা। শপথ বাক্য পাঠ করান কাক্কো চ্যাপলেইন  ফাদার . লিটন হিউবার্ট গমেজ সিএসসি।

কেএসবি বাণিজ্যিক ভবন ও ট্রেনিং সেন্টারে উদযাপিত হলো কাক্‌কো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ ও বিদায়ী বোর্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাক্কো প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিঃ নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর প্রেসিডেন্ট মিঃ ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ভাইস-চেয়ারম্যান মিঃ ডিউক পি. রোজারিও।

কাক্কো চেয়ারম্যান মিঃ টুটুল পিটার রড্রিকস্ তার স্বাগত বক্তব্যে কাক্কো বর্তমান অবস্থান সম্পর্কে সকলকে অবহিত করেন। বিশেষ করে কাক্কো এখন সমগ্র বাংলাদেশে সমবায় সমিতির মানোন্নয়ন টেকসই করতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করছে, হিসাবের সঠিকতা যাচাই সমিতির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে, ঋণ খেলাপী নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে ক্রেডিট মনিটরিং সিস্টেম পরিচালনা করছে এবং পরিবেশ রক্ষায় সমিতিসমূহের সক্রিয় অংশগ্রহণের জন্য সভা-সেমিনার আয়োজন করছে।

উৎপাদনমুখী কার্যক্রমকে উৎসাহিত করাসহ টেকসই বিনিয়োগ পন্থা হিসেবে কাক্কো জমি ক্রয় করে কৃষি খামার স্থাপন করেছে।

কাক্কো অন্যতম উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে ঐক্য সংহতি স্থাপন করা এবং এর মাধ্যমে মূল লক্ষ্য একটি আন্তনির্ভরশীল খ্রীষ্টান সমাজ প্রতিষ্ঠা করা। লক্ষ্যে তিনি সুদ হারের অসম প্রতিযোগিতা বন্ধকল্পে একই নীতিসুদ হার সীমা অনুসরণ করতে সদস্য সমিতগুলোকে আহ্বান জানান।

সকলে মিলে একত্রে বসে এই সুদ হার সীমা নির্ধারণের জন্য সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত সকলকে কাক্কো ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণের পর বিগত বোর্ডের বিদায়ী সদস্যবৃন্দকে কাক্কো অগ্রযাত্রায় তাঁদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মানিত অতিথিবৃন্দ এই ক্রেস্ট প্রদান করেন।

সম্মাননা প্রাপ্ত বিগত বোর্ডের বিদায়ী সদস্যবৃন্দ হলেন  সাবেক সেক্রেটারী মিঃ ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন, সাবেক ডিরেক্টর ডা. বিনয় গোস্বামী, মিস্ কবিতা গ্লোরিয়া গমেজ, মিঃ সঞ্চয় লেনার্ড কস্তা, মিঃ লিটন রিচার্ড ক্রুশ, মিঃ লিংকার্স রোজারিও, অভ্যন্তরীণ নিরীক্ষা কোষ-এর সাবেক সদস্য সচিব মিসেস খ্রীষ্টিনা গমেজ সাবেক সদস্য মিঃ মার্টিন মৃ।

এই আনন্দঘন মুহূর্তে কাক্কো পরিবারে নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয় টাঙ্গাইল, মধুপুরের সমিতি আচিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-কে। কাক্কো বর্তমান বিগত সময়ের চেয়ারম্যান মহোদয়গণ আচিক ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিঃ হারুন সিমসাং -এর হাতে কাক্কো পূর্ণ সদস্যপদের সার্টিফিকেট পতাকা তুলে দেন।

সম্মানিত অতিথিবৃন্দ নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ এবং সম্মাননা প্রাপ্ত বিগত বোর্ডের বিদায়ী সদস্যবৃন্দকে অভিনন্দন ধন্যবাদ জানান।

কাক্কো বর্তমান কার্যক্রমের ভূয়শী প্রসংসা করেন। এবং বাংলাদেশের খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের একমাত্র অভিভাবক কেন্দ্রীয় সমবায় সমিতি হিসেবে সকল সমিতিকে এক ছাতার নীচে নিয়ে আসার জন্য সুদৃঢ় আহ্বান জানান।

বর্তমান সময়ে সমিতির ঋণ খেলাপী বেড়ে যাওয়া এবং একটি ঋণগ্রস্থ খ্রীষ্টান সমাজ তৈরী হচ্ছে বলে আশংকা প্রকাশ করেন। আসলে সমবায়ের সৃষ্টি হয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী স্বচ্ছল করার জন্য, কিন্তু বর্তমানে তার ফল হচ্ছে উল্টো।

কাক্কো সৃষ্টিও হয়েছিল এই খেলাপী ঋণ প্ররতরোধের নিমিত্তে। তাই খ্রীষ্টান সমাজের এই খেলাপী ঋণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং একটি ভাতৃত্বপূর্ণ সমবায় ব্যবস্থা তৈরীর মাধ্যমে সকল খ্রীষ্টান সমিতিসমূহের সহাবস্থান নিশ্চিত করার জন্য বর্তমান ব্যবস্থপনা পরিষদকে পরিকল্পনা গ্রহণের পরামর্শ প্রদান করেন। কাক্কো অগ্রযাত্রায় সবসময় পাশে থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

সদস্য সমিতিসমূহের পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ কাক্কো নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পাশে থেকে সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে ভাইস-চেয়ারম্যান মিঃ নিকোলাস আর. কোড়াইয়া উপস্থিত অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করায় এবং নবনির্বাচিত বোর্ডকে ফুলেল শুভেচ্ছা ভালবাসায় সিক্ত করায় আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন। - শরৎ আলফন্স রড্রিক্স, চীফ অফিসার