অনুচিন্তন – বিষয় – বাকি থেকে গেল যে কাজ
আমরা আমাদের জীবনে অনেক কাজ করি। কিছু কাজ অতীব সামান্য । আবার কিছু কাজ অতীব ভারী। সবই আমরা করি। কিন্তু কিছু কাজ আছে যেগুলো মন থেকে আসে করা উচিৎ বা করতে হবে কিন্তু সেই কাজ করা আর হয়ে ওঠে না। নানা আছিলায় সেগুলো আর করা হয়ে ওঠে না। দেখতে দেখতে দিন পার হয়ে বছর পার হয়ে যায় তবুও সে কাজটা আর করা হয়ে ওঠে না। বুঝতে পারি যে কাজটা করা দরকার আমাদের জীবন যাতে সুন্দর হয় তার জন্য তবুও একটা আলস্য ভাব এসে যেন মনে চেপে ধরে। দিন কেটে যায় একের পর এক কিন্তু বাকি থেকে গেল কাজ।
আজ আসুন আমরা শুনি এইরকম একটি গুরুত্বপূর্ণ কাজ যা ওই করবো করবো করে, করা আর হয় ওঠে না সেই প্রসঙ্গে।
আসুন শুনি অনুচিন্তন অনুষ্ঠান।