সংবাদ সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল আহ্বান সেমিনার প্রযুক্তির সঠিক জ্ঞান, সঠিক পথ ও সঠিক ব্যবহার জানা অত্যন্ত জুরুরী, প্রযুক্তি এখন হাতের মুঠোয়, এর সদ্বব্যহার করে জীবনকে আরোও সহজ, সমৃদ্ধ, কল্যাণমুখি করে তুলতে পারি, এই হোক আমাদের অঙ্গিকার।
ফাদার এন. টি. স্কারিয়া ভূষিত হলেন কারাগার সংস্কারে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে